উত্তরের পাহাড়ে ভারী বৃষ্টির জের! অনির্দিষ্টকালের জন্য বন্ধ সান্দাকফু

উত্তরবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আগামী কয়েক দিন দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সান্দাকফু ট্রেকিং রুট।

দার্জিলিঙের জনপ্রিয় ট্রেকিং গন্তব্য সান্দাকফু, যা মানেভঞ্জন থেকে শুরু হয়ে পাহাড়ি পথ ধরে প্রায় ৩,৬৩৬ মিটার উচ্চতায় পৌঁছায়, আপাতত পর্যটকদের জন্য নিষিদ্ধ। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাহাড়ে ধস নামার সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়টায় সাধারণত পর্যটনের ভিড় থাকে, বিশেষ করে ট্রেকিংপ্রেমীদের আনাগোনা বাড়ে। কিন্তু আবহাওয়ার কারণে পর্যটন ব্যবসায় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। সান্দাকফু রুটে যাতায়াত, ট্রেকিং, ক্যাম্পিং—সব ধরনের পর্যটন কার্যকলাপ বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।

About The Author