বিধিনিষেধে ছাড় দেওয়া হল সেলুনের দোকান। সেলুন ও পার্লার খোলা রাখার ব্যাপারে নবান্নের ছাড়পত্র ঘোষণা। বিধিনিষেধে বার-রেস্টুরেন্ট এবং সিনেমাহলের মতোই রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে সেলুন পার্লার। তবে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে সেলুন এবং বিউটি পার্লার চালাতে হবে।
আপাতত রাজ্যের সব সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখা যাবে রাত দশটা অবধি। এর জন্য অবশ্য সবকর্মীদের কোভিড টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যেতে পারে সেলুন, স্পা, পার্লার। নিয়মিত সময়ের ব্যবধানে সেলুন, স্পা, বিউটি পার্লার স্যানিটাইজ করাতে হবে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি রাজ্য সরকারের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে সেলুন, স্পা, পার্লার সবই পূর্ণ সময় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবার সেই নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার।