বিধি ভেঙ্গে খোলা সেলুন! পুলিশ আসতেই, অর্ধেক চুল কেটে বাড়ি ফিরলেন গ্রাহকেরা

বিধি অমান্য করে সেলুন খোলা রেখে চুল দাঁড়ি কাটার অভিযোগ, আচমকা পুলিশ আসতেই অর্ধেক চুল কাটা অবস্থায় বাড়ি ফিরে যেতে হল গ্রাহকদের। শহর জলপাইগুড়ির ঘটনা।

বিধি নিষেধ অমান্য করে জলপাইগুড়ি‌র একটি সেলুনে গ্রাহকদের চুল দাঁড়ি কাটানো হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের নজরে আসতেই বিপাকে পড়েন সেলুন মালিক ও গ্রাহকেরা। শুক্রবার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি এলাকায় এমনই ছবি সামনে এল। দোকানে গ্রাহকদের ভিড় দেখে অভিযান চালায় পুলিশ। এরপর যার যতটুকু কাটা হয়েছে সেই অবস্থাতেই বাড়ি ফিরতে হল গ্রাহকদের। পুলিশের অভিযানের পর সঙ্গে সঙ্গে সেলুনটি বন্ধ করে দেওয়া হয়।

ধুপগুড়ির খবর মদ খেয়ে মন্দিরে প্রবেশ করে মাতলামো করার অভিযোগে দুই ব্যক্তিকে গণধোলাই দিলেন স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি মদ গাঁজা খেয়ে মন্দিরে প্রবেশ করেন এবং মহিলাদের সামনেই অসভ্য ব্যবহার করেন, এরপরই শুরু হয় ঝামেলা। উত্তেজিত জনতা দুই জনকে উত্তম-মধ্যম দিয়ে মন্দির থেকে বের করে দেন। জলপাইগুড়ি ধুপগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। দুজনকে আটকায় স্থানীয়রা, তবে একজন জনতার হাত ফস্কে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।

মাস্ক না পরে জেলা শাসকের দপ্তরে এলেই করানো হচ্ছে কোভিড টেস্ট। রিপোর্ট করোনা পজিটিভ এলেই সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে কোভিড হাসপাতালে। জলপাইগুড়ি জেলা শাসকের অফিস চত্বরে কাজে-অকাজে প্রচুর মানুষ ভিড় করেন, অযথা ভিড় কমাতে এমন উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এদিকে, বেলাকোবায় করোনা আক্রান্ত হয়েছেন একজন। পরিবারের সকলেই এখন হোম আইসলেশনে রয়েছেন। রাজ্য সরকার এবং পুলিশের পক্ষ থেকে ওই বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দিল বেলাকোবা ফাঁড়ির পুলিশ।

মালদা জেলা পরিষদে করোনায় আক্রান্ত ৩১ জন সরকারি কর্মচারী। এই পরিস্থিতিতে জেলা পরিষদের সদস্যদের অফিসে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। জেলা পরিষদের কাজকর্ম টেলিফোনের মাধ্যমে বা ভার্চুয়ালি করা হবে বলে শুক্রবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

About The Author