বালোচিস্তান মন্তব্যের জের! সালমান খানকে জঙ্গি ঘোষণা করল পাকিস্তান

রিয়াধের Joy Forum 2025-এ বক্তব্য রাখতে গিয়ে বলিউড অভিনেতা সালমান খান বালোচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে উল্লেখ করেন।

তাঁর মন্তব্য—“There are people from Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan” যার মানে দাঁড়াচ্ছে, উনি আলাদা আলাদা করে তিনটি দেশ হিসেবে এখানে পাকিস্তানের পাশাপাশি, বালোচিস্তানের নাম নিয়েছেন। তবে পাকিস্তান এখনও সেই স্বীকৃতি দেয়নি। অভিনেতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পাকিস্তান সরকার তাঁকে ১৯৯৭ সালের Anti-Terrorism Act-এর 4th Schedule-এ অন্তর্ভুক্ত করেছে বলে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এই তালিকায় থাকা ব্যক্তিদের গতিবিধি নজরদারির আওতায় আসে, এবং তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া যেতে পারে।

এই মন্তব্যকে পাকিস্তানের কর্তৃপক্ষ তাদের ‘জাতীয় অখণ্ডতার বিরুদ্ধে’ বলে ব্যাখ্যা করেছে। অন্যদিকে, বালোচ বিচ্ছিন্নতাবাদী নেতারা সালমানের বক্তব্যকে ‘soft diplomacy’-র নিদর্শন হিসেবে স্বাগত জানিয়েছেন। Mir Yar Baloch বলেন, “সালমান খানের কথায় ছয় কোটি বালোচের মুখে হাসি ফুটেছে।”

About The Author