ভারতের হয়ে মেডেল এনেছে সাক্ষীরা, কুস্তীগিরদের হেনস্থার ঘটনায় সরব দেশ


নয়াদিল্লি: একদিকে যখন দেশের নয়া সংসদ ভবন অনুষ্ঠান চলছে, অন্যদিকে দেশের হয়ে মেডেল জেতা কুস্তীগিররা দিল্লির রাস্তায় লাঞ্চিত হচ্ছেন। পুলিশের সঙ্গে সাক্ষিদের তীব্র ধস্তাধস্তি। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সরব হয়েছেন নেটিজেনরা।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণসিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মাস দেড়েক ধরেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। তবে সরকার তাতে কর্ণপাত করেনি। সেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে সংসদ অভিযানের ডাক দিয়েছিলেন কুস্তিগীররা।

নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে ভারতীয় ক্রীড়াবিদদের এই আন্দোলনের জেরে স্বভাবতই উত্তেজনা সৃষ্টি হয়। অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে পুলিশকর্মীদের ধস্তাধস্তি হয়। অনেককেই আটক করা হয়েছে। ধস্তাধস্তির ভিডিও সামনে আসতেই নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানু p>
নিরজ চোপড়া, সুনীল ছেত্রি থেকে শুরু করে দেশের বিভিন্ন বিজেপি বিরোধী দলগুলির নেতানেত্রীরা ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।


RNF-এ প্রকাশিত খবর সংক্রান্ত কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ফোন করুন 8250955518 নম্বরে। ইমেইল পাঠান support@rnfnews.in-এ।

About The Author