Jalpaiguri: আদালতে আত্মসমর্পণ করলেন সৈকত

জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করলেন যুব তৃণমূল জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। গত ১৬জুন থেকে ফেরার ছিলেন। দম্পতি আত্মহত্যা প্ররোচনা মামলায় সুপ্রিম কোর্ট জামিনের আবেদন নাকচ করে ২৬ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। শীর্ষ আদালতের নির্দেশে আজ জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করলেন সৈকত।

সৈকত চট্টোপাধ্যায়ের আবেদন শুনলই না জলপাইগুড়ির জেলা জজ অরুণকিরণ বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে এসেছিলেন দম্পতিকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। এ দিন সকালে প্রথমে তিনি জেলা জজের এজলাশে হাজির হন। জেলা জজের কাছে তিনি আবেদন করেন সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি উপস্থিত হয়েছেন এবং তদন্তে সহযোগিতা করবেন, তিনি রক্ষাকবচ চান। জেলা জজ জানিয়ে দেন এই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই।

About The Author