‘বিদেশ তো যাচ্ছি না’, দার্জিলিং ভ্রমনে তৃণমূল যুবনেত্রী সায়নী

শিলিগুড়ি: সপরিবারে দার্জিলিং ঘুরতে গেলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নি বলেন, বিদেশ যাচ্ছি না, সপরিবারে ঘুরতে এসেছি।

এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে দার্জিলিংয়ের উদ্দেশ্য র‌ওনা দেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে সায়নীকে সংবর্ধনা প্রদান করেন তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা।

এদিন সায়নী আরও জানান, বাংলার মানুষের টাকা কিভাবে আদায় করতে হয় তা ভালো করে জানেন দলনেত্রী।আগামী ২রা অক্টোবর দিল্লিতে ১০০ দিনের বকেয়া টাকা ফেরতের দাবিতে ধর্ণা দেবেন সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে রাজঘাট ও পরে জন্তরমন্তর এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাড়ি যাওয়া হবে।

About The Author