বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বুধবার সকালে তিনি ঢাকা পৌঁছবেন এবং ভারতের প্রতিনিধি হিসেবে শেষকৃত্যে উপস্থিত থাকবেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিয়া অ্যাভিনিউ এলাকায় জিয়া উদ্যানে স্বামী ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই সমাধিস্থ করা হবে তাঁকে।
শেষকৃত্য উপলক্ষে ঢাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সেনাবাহিনীর সদস্যরাও নির্দিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারও জানাজায় যোগ দেবেন বলে জানা গেছে।

