মাঝ আকাশে নিখোঁজ, পড়ে মিলল ধ্বংসাবশেষ! রাশিয়ায় বিমান দুর্ঘটনায় 43 যাত্রীর মৃত্যু

মস্কো: রাশিয়ার আকাশে আচমকা নিখোঁজ হওয়া যাত্রীবাহী একটি বিমান অবশেষে পাওয়া গেল—but মৃতদেহের আশঙ্কা নিয়ে। চিন সীমান্ত সংলগ্ন আমুর অঞ্চলে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। বিমানটিতে প্রায় 43 জন যাত্রী ছিলেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

সূত্র অনুসারে, সাইবেরিয়ার আঙ্গারা সংস্থা পরিচালিত এএন-২৪ মডেলের বিমানটি বৃহস্পতিবার টিন্ডা শহরের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু মাঝপথেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটি। বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর।

এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। হেলিকপ্টার পাঠিয়ে খুঁজতে থাকে উদ্ধারকারী দল। শেষ পর্যন্ত আমুর অঞ্চলেই মিলেছে বিমানের ধ্বংসাবশেষ। বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও সরকারিভাবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় শুরু থেকেই রুশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।

About The Author