‘১৯৭১ স্মরণ করুন! ভারত না থাকলে স্বাধীন বাংলাদেশ হত না’, উত্তেজনা লাঘবে রুশ দূতের বার্তা

ঢাকা: বাংলাদেশে চলমান অস্থিরতা ও ভারত-বিরোধী স্লোগানের আবহে সরাসরি হস্তক্ষেপ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার।

বাংলাদেশে ভারতবিরোধী উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার স্মরণ করালেন ১৯৭১ সালের ইতিহাস। ভারত-বাংলাদেশ সম্পর্কের স্থিতিশীলতার জন্য উত্তেজনা প্রশমনের বার্তা দিলেন তিনি।

সোমবার ঢাকায় এক আলোচনায় তিনি বলেন, “বাংলাদেশ যেন ভুলে না যায় ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামে ভারত ও রাশিয়ার অবদান।” তাঁর মতে, দুই দেশের মধ্যে অযথা উত্তেজনা বাড়ানো উচিত নয়, বরং সহযোগিতা ও সৌহার্দ্যের পথেই এগোনো উচিত।

রাষ্ট্রদূতের এই মন্তব্যকে কূটনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু ঘিরে ভারতবিরোধী আন্দোলন তীব্র হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ, ভিসা সেন্টারে হামলা, এমনকি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও ভাঙচুর হয়েছে। এর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়ছে।

রুশ দূত আলেকজান্ডার বলেন, “ভারত ও রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার সময় পাশে ছিল। আজও সেই ইতিহাস আমাদের মনে রাখা উচিত। উত্তেজনা কমিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নত করাই সঠিক পথ।” ভারত ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। রাশিয়ার এই বার্তা স্পষ্ট করে দিল, আন্তর্জাতিক মহলও চাইছে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ফিরুক।

About The Author