রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মধ্যস্থতার আবেদন করল ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রদূতের মতে, রাশিয়ার সঙ্গে ভারতের বিশেষ হৃদ্যতার সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর কথা শুনবেন পুতিন। ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত জানান, ভারত একটি শক্তিশালীদেশ। তাই যুদ্ধের ব্যাপারে ভারতের তরফে একটি জোরালো পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি যে কোনও সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর তা হলে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই যুদ্ধ। তারপরই তিনি বলেন, ‘মোদীজি যদি পুতিনের সঙ্গে কথা বলেন।’ তিনি বলেন, ভারত যদি ইউক্রেন – রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুবেন-এমনটাই আশা করছে ইউক্রেন।
বৃহস্পতিবার সকাল সকাল জাতির উদ্যেশে ভাষণ দিয়ে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের কথা ঘোষণা করে প্রেসিডেন্ট পুতিন। এর আগে বেশ ক’দিন ধরেই রাশিয়া এবং তার প্রতিবেশী দেশ ইউক্রেনের মধ্যে অস্থিরতা ছিলই। বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্টের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার হামলায় প্রায় বিপর্যস্ত ইউক্রেন। যদিও পাল্টা আক্রমণ প্রতিহত করার দাবি করছে ইউক্রেন।