ভোররাতে রাশিয়ার উপকূলে তীব্র ভূমিকম্প! রিখটার স্কেলে ৮.৮। কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরের তলদেশ। সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় ভূমিকম্প বলে দাবি বিজ্ঞানীদের। সেই ঘটনার পরপরই প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামি সতর্কতা জারি। হাওয়াই, আলাস্কা, উত্তর ক্যালিফোর্নিয়া, জাপানে নজর রয়েছে। কখন আছড়ে পড়ে মারন ঢেউ, সেই ভেবে আতঙ্কে কাঁটা উপকূলীয় জনপদ।
রাশিয়ার কামচাটকা উপকূলে বুধবার ভোররাতে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের পরপরই একাধিক আফটারশক, যার মধ্যে একটি ছিল ৬.৯ মাত্রার। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলির জন্য তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করেছে Pacific Tsunami Warning Center। হাওয়াই, আলাস্কা, উত্তর ক্যালিফোর্নিয়া এবং জাপানের উপকূলে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে।
সুনামি প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আলাস্কায় প্রথম ঢেউ আছড়ে পড়েছে। হাওয়াইয়ের ওহু দ্বীপের উত্তরের হালেইওয়া এলাকায় ৪ ফুট (১.২ মিটার) উচ্চতার ঢেউ রেকর্ড হয়েছে, যা ১২ মিনিট অন্তর আসছিল। PTWC ও NOAA ঢেউয়ের আগমন ও উচ্চতা নিয়ন্ত্রণে স্যাটেলাইট ও সেন্সরের মাধ্যমে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ চালাচ্ছে।
জাপানের উপকূলে প্রায় ২০ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ, চিবা জেলার ইনাগে বিচ-সহ একাধিক এলাকা সুরক্ষা বলয়ে ঘেরা হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলেও সতর্কতা জারি রয়েছে। এই ঘটনা বিশ্বে আধুনিক ইতিহাসে দশটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি বলে জানিয়েছে US Geological Survey।