ডেস্ক রিপোর্ট: রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী এলাকায় পর পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।
রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬, তার কিছুক্ষণ পরেই আরও একটি কম্পনের মাত্রা ছিল ৭.৪। এই ধারাবাহিক কম্পনের জেরে কামচাটকার সংলগ্ন সমুদ্র উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পগুলির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর এবং বিপজ্জনক।
ভারতের ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ জানিয়েছে, কম্পনের কেন্দ্রবিন্দু ছিল কামচাটকার পূর্ব উপকূলের কাছে।
প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ১১টা ৫৮ মিনিটে (IST), এবং এক ঘণ্টার মধ্যে আরও তিনটি কম্পন ঘটে, যার প্রতিটিই ছিল রিখটার স্কেলে ৬ বা তার বেশি মাত্রার।
হাওয়াই দ্বীপপুঞ্জেও শুরুতে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। কামচাটকায় এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে সতর্কতা বজায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৫২ সালের নভেম্বরে কামচাটকায় এর চেয়েও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৯.১। সেই সময় হাওয়াই উপকূলে প্রায় ৩০ ফুট উচ্চতার ঢেউ দেখা গিয়েছিল।