রাজগঞ্জের নতুন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোনীত হলেন রুপালি দে সরকার। এদিকে, সহাসভাপতি মনোনীত হয়েছেন ডাবগ্রামের কবিতা ছেত্রী সইব। রাজগঞ্জ বিডিও অফিসে ভোট প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হচ্ছে।
এবারের পঞ্চায়েত ভোটে রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির ৩৬টি আসনের মধ্যে ২৭টি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, ৯টিতে জিতেছে বিজেপি। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত সমিতির বোর্ড তৃণমূল গঠন করবে।
বেলাকোবা বাবুপাড়ার বাসিন্দা রুপালি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির শিকারপুর ৯ নং আসন থেকে এবারের ভোটে জয় পেয়েছিলেন। তিনি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন। এবারের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোনীত হলেন।
শুক্রবার রাজগঞ্জ বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়ায় তৃণমূলের ৩৫ জন এবং বিজেপির ৯জন ভোটাভুটিতে সামিল ছিলেন। বিডিও অফিস চত্বরে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে বিধায়ক এবং নবনির্বাচিত প্রধান, পঞ্চায়েত সদস্যেরাও হাজির ছিলেন। তৃণমূলের কর্মীরা বিজয় উল্লাসে মেতেছেন।