জুলাই মাসের ১ তারিখ থেকেই অর্থাৎ নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মূল্যবৃদ্ধির দাপট বাড়ল। ট্রেনে ভ্রমণ, এটিএম মেশিন থেকে নিজের টাকা তোলা ব্যয়বহুল হবে। শুধু তাই নয়, ক্রেডিট কার্ড থেকে ইউপিআ, ব্যাংক থেকে প্যান কার্ড পর্যন্ত নিয়ম বদলেছে।
এক নজরে দেখে নিন কী কী পরিবর্তন হয়েছে—
এটিএম থেকে টাকা তোলার খরচ বেড়েছে
১ জুলাই থেকে ব্যাংকগুলো এটিএম থেকে নগদ তোলার ক্ষেত্রে নতুন চার্জ চালু করেছে।
- অ্যাক্সিস ব্যাংক: বিনামূল্যে তোলার নির্দিষ্ট সংখ্যক লেনদেনের পর এখন প্রতি লেনদেনে চার্জ ২৩ টাকা (আগে ২১ টাকা ছিল)।
- আইসিআইসিআই ব্যাংক-ও শহরভেদে কিছু পরিষেবার চার্জ বাড়িয়েছে, যেমন ডিমান্ড ড্রাফ্ট ও অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহারে।
ট্রেন ভাড়া ও নিয়মে পরিবর্তন
- স্লিপার ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা, আর এসি কোচে ২ পয়সা বেড়েছে।
- তৎকাল টিকিট বুকিংয়ে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
- রিজার্ভেশন চার্জ কাটার সময়সীমা ৪ ঘণ্টা থেকে বেড়ে ৮ ঘণ্টা হয়েছে, ফলে অনেকেই এখন অপেক্ষমাণ তালিকা থেকে সহজেই কনফার্ম হতে পারবেন।
ক্রেডিট কার্ডে বাড়তি ফি
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের কার্ডে নতুন চার্জ চালু করেছে।
- এক মাসে যদি ১০ হাজার টাকার বেশি অনলাইন গেমিং, ৫০ হাজার টাকার ইউটিলিটি বিল বা ১৫ হাজার টাকার বেশি জ্বালানি সংক্রান্ত পেমেন্ট হয়, তাহলে ১% ফি কাটবে (সর্বোচ্চ ৪৯৯৯ টাকা পর্যন্ত)।
- এই ফি তৃতীয় পক্ষের মাধ্যমে করা পেমেন্টেও প্রযোজ্য।
গ্যাস সিলিন্ডারের দামে ছাড়
- ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ৫৮.৫০ টাকা কমেছে।
- গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
প্যান কার্ড পেতে এখন আধার বাধ্যতামূলক
আগে জন্ম শংসাপত্র বা অন্যান্য নথি দিলেও চলত। এখন থেকে শুধুমাত্র আধার কার্ড দিয়েই প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে।
আয়কর রিটার্ন জমার মেয়াদ বাড়ল
- যারা বেতনভোগী করদাতা, তাঁদের জন্য রিটার্ন জমার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছেন অনেকে।