তালিবানের মতো মানসিকতা RSS-এর, অভিযোগ কর্নাটক মুখ্যমন্ত্রীর পুত্রের

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র তথা কংগ্রেস বিধান পরিষদ সদস্য যাথীন্দ্র সিদ্দারামাইয়া সম্প্রতি RSS-কে তালিবানের সঙ্গে তুলনা করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন।

তাঁর অভিযোগ, RSS হিন্দু ধর্মকে একমাত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখতে চায় এবং তালিবানের মতোই ধর্মীয় অনুশাসন চাপিয়ে দেয়। তিনি বলেন, তালিবান যেমন ইসলামকে একমাত্রিকভাবে চালাতে চায়, RSS-ও হিন্দুধর্মে একমাত্রিকতা প্রতিষ্ঠা করতে চায়। নারীর স্বাধীনতা খর্ব করার দিকেও ইঙ্গিত করেন তিনি।

এই মন্তব্যের প্রেক্ষিতে কর্ণাটক বিজেপি সভাপতি BY বিজয়েন্দ্র কংগ্রেসকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, RSS-এর জাতীয়তাবাদী আদর্শই শেষ পর্যন্ত জয়ী হবে। কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদও RSS-কে ‘ভারতের তালিবান’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, সরকারি স্কুলে অনুমতি ছাড়াই ‘শাখা’ চালাচ্ছে সংগঠনটি।

এই বিতর্কের মাঝে কর্ণাটক সরকারের তরফে RSS-এর কার্যকলাপ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত পূর্বে এমন নিষেধাজ্ঞা খারিজ করেছে। রাজ্য রাজনীতিতে RSS বনাম কংগ্রেস দ্বন্দ্ব ফের তীব্র হয়ে উঠেছে।

About The Author