বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যু’তে ভারত সরকারের পদক্ষেপ চাইলেন RSS প্রধান

কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগামছাড়া অত্যাচার ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এপার বাংলায় হিন্দু ঐক্যের বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। রবিবার কলকাতায় সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “হিন্দুরা জোটবদ্ধ না হলে বিপদের আশঙ্কা আরও বাড়বে। বাংলাদেশের ঘটনাবলী তার প্রকৃষ্ট উদাহরণ।”

ভাগবত জানান, ভারত সরকারের উচিত প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে পদক্ষেপ করা। তবে প্রশাসনিকভাবে কী করা যায়, তা কেন্দ্রই ঠিক করবে। তাঁর বক্তব্যে উঠে আসে, “আগে হিন্দু ছিল, কিন্তু শক্তি ছিল না। এখন সেই শক্তি বাড়ছে। ভারত বড় হলে হিন্দু শক্তিও বাড়বে। তাই দুনিয়ার দুষ্টু লোকেরা ভয় পাচ্ছে এবং ভারতের অনিষ্ট করতে চাইছে।”

বাংলাদেশে সাম্প্রতিক মৌলবাদী তাণ্ডবের ঘটনায় নয়াদিল্লি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া বার্তা দিয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিনের সভায় ভাগবত সংঘের ইতিহাস, কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা, বাংলাদেশে হিন্দু নিধনের প্রেক্ষাপটে এপার বাংলায় হিন্দু ঐক্য আরও জোরদার করতে হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই বার্তা আগামী দিনে বাংলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

About The Author