শ্রাবণ মাসের শিবভক্তরা যখন বিশেষ আরাধনায় ব্যস্ত, তখন নেট দুনিয়ায় ভাইরাল এক ভিডিয়ো নতুনমাত্রা যোগ করেছে এই পূজো-পর্বে। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে—একটি রয়্যাল বেঙ্গল টাইগার, অর্ধেক শরীর জলে ডুবিয়ে, শান্ত ভঙ্গিতে বসে রয়েছে এক শিবমূর্তির সামনে।
ভিডিয়োটি ‘catzmemezzz’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, যা ইতিমধ্যেই ২.১ মিলিয়নেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। কোথায় এবং কবে ভিডিয়োটি রেকর্ড হয়েছে, সে বিষয়টি স্পষ্ট নয়। তবে ভিডিয়োটি কাচের গা ঘেঁষে তোলা হয়েছে, যা দেখে অনুমান করা যায় বাঘটি কোনও এনক্লোজারে বন্দি।
শ্রাবণের পুণ্য মাসে এমন ভিডিয়োর আবির্ভাবে নেটপাড়া বেশ কৌতূহলী। কেউ লিখেছেন, “বেচারা শিবের সামনে প্রার্থনা করছে, মানুষের হাত থেকে জঙ্গল বাঁচাও মহাদেব।” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, “ওকে একটু প্রাইভেসি দাও, ঈশ্বরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে!”
যদিও ভিডিয়োর সত্যতা যাচাই হয়নি, তবু মহাদেবের সামনে বাঘের এমন উপস্থিতি, আচরণ এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়া নিঃসন্দেহে শ্রাবণের আবহকে এক ভিন্নমাত্রা দিয়েছে। ভক্তির সঙ্গে প্রকৃতির অনির্বচনীয় ছোঁয়াও যেন এসে মিশেছে এই ভিডিয়োর মাধ্যমে।