টানা ১২টি ওয়ান-ডের টসে হেরে রেকর্ড স্পর্শ রোহিত শর্মার

আইসিসি ট্রফির ফাইনাল ম্যাচেও টসে হেরে গেলেন অধিনায়ক। তাতেই নয়া রেকর্ড ছুয়ে ফেললেন রোহিত শর্মা।


চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরুর আগেই টসে হেরে যাওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন ‘টিম ইন্ডিয়া’র অধিনায়ক রোহিত শর্মা। দলের অধিনায়ক হিসেবে টানা ১২টি ওয়ান-ডে ম্যাচে টস হারলেন রোহিত।

এতদিন এক দিনের ম্যাচে আন্তর্জাতিকে টানা ১২টি টস হারার বিশ্বরেকর্ড ছিল ব্রায়ান লারার। রবিবার সেই বিশ্বরেকর্ডে সামিল হলেন রোহিতও। এদিন, আইসিসি ট্রফির ফাইনাল ম্যাচেও টসে হেরে গেলেন অধিনায়ক। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২টি ম্যাচে টস হেরে রেকর্ড গড়েছিলেন লারা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বরেন। তিনি ২০১১ সালের মে মাস থেকে ২০১৩ সালের অগস্টের মধ্যে টানা ১২টি এক দিনের ম্যাচে টস হেরেছিলেন। রবিবারের আগে যুগ্মভাবে বরেনের সঙ্গে দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত। তবে ফাইনাল ম্যাচের ঠিক আগে তাঁকেও টপকে এবার লারার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

About The Author