ODI-তে ‘ছক্কা’ হাঁকানোয় নজির রোহিত শর্মার, ৩০ বলে হাফ সেঞ্চুরি

ভারতকে ৩০৫ রানের বিশাল টার্গেট দিয়েছে ইংল্যান্ড।

এই ম্যাচ চলাকালীন ৩০ বলে রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়েছে। পাশাপাশি, ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরে ব্যাটারদের তালিকায় ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন রোহিত।

ভারতীয় অধিনায়ক এখন ৩৩২টি ছক্কা মারার রেকর্ড নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন। তারপরই রয়েছেন ক্রিস গেইল (৩৩১টি)। সবার ওপরে, শাহিদ আফ্রিদি।ওডিআই-তে ৩৫১টি ছক্কা হাঁকানোর রেকর্ড তাঁর দখলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি চলছে কটকের বারাবাতি স্টেডিয়ামে।

About The Author