‘বহুমূল্য’ রান্নার গ্যাস জ্বালিয়ে চলছে রাস্তার কাজ, ‘হুশ নেই প্রশাসনের?’ প্রশ্ন আমজনতার

বেলাকোবা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে নাভিঃশ্বাসের অন্ত নেই আম জনতার। অথচ এদিকে, যথেচ্ছ পরিমানে বহুমুল্য সেই গ্যাস জ্বালিয়ে চলছে রাস্তার কাজ। দিনেদুপুরে এমন ছবি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে পথ চলতি মানুষের মধ্যে। রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের কদমতলা ব্রিজ লাগোয়া রাস্তায় ঘটছে এই কাণ্ড। ‘বহুমূল্য’ রান্নার গ্যাস জ্বালিয়েই চলছে রাস্তার কাজ।

শিলিগুড়ি-জলপাইগুড়ির বিকল্প রাস্তায় শিকারপুর অঞ্চলের কদমতলায় তালমা নদীর ওপর সেতু লাগোয়া রাস্তার কাজে রান্নার গ্যাস ব্যবহার করা হচ্ছে। দিন দুপুরে এই ছবি দেখে স্বাভাবিকভাবেই পথ চলতি মানুষের মধ্যে প্রশ্ন জাগছে। তাদের কয়েকজনের অভিযোগ, বর্তমানে রান্নার গ্যাসের দাম ৯২৫ টাকা। টোটো ভাড়া দিয়ে সেই গ্যাস বাড়িতে আনাতে প্রায় হাজার টাকা খরচ হয়ে যায়। গ্যাস ফুরিয়ে গেলে নতুন করে গ্যাস বুকিংয়েও ঝামেলা কম নয়। অথচ এদিকে কমার্শিয়াল গ্যাস ছাড়াই রান্নার গ্যাস দিয়ে রাস্তার কাজ হচ্ছে। এবিষয়ে দেখার কেউ নেই? প্রশ্ন ছুঁড়ছেন তাঁরা। এই খবর সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়তে হয় সাংবাদিককেও।

কাজের এজেন্সিকে এই ব্যাপারে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। রাজগঞ্জ থানার আইসি’কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এরকম ঘটনা চোখে পড়লে অবশ্যই কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজগঞ্জের খবর রাত পোহালেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। বিশেষ দিনে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেকারণে আগে থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের মোড়ে মোড়ে এবং হাইরোড সংলগ্ন হোটেল-বারগুলিতে অভিযান চালাল পুলিশ। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা তল্লাশির পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরেও বাস টার্মিনাল সহ বিভিন্ন হোটেল, লজগুলিতে তল্লাশি চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার দেবর্ষি দও।

About The Author