সেবকের কাছে বোল্ডার খসে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি, দু’দিনের জন্য বন্ধ রাস্তা

শিলিগুড়ি: পাহাড়ের রাস্তা ধরে গন্তব্যের দিকে যাচ্ছিলেন ৯ জন। আচমকাই ওপর থেকে গড়িয়ে পড়ল বড় বড় বোল্ডার। দুমড়ে-মুচড়ে গেল একটি যাত্রীবাহী গাড়ি। তবে বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন চালক সহ ৯ যাত্রীই। সোমবার সকালে এমনই ঘটনা ঘটল সেবকের বাঘপুলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে। ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা বন্ধ রাখার ঘোষণা করল প্রশাসন।

জানা গিয়েছে, সোমবার সকালে যাত্রী বোঝাই গাড়িটি কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল। ৯টা নাগাদ গাড়িটি ১০ নম্বর জাতীয় সড়কে কালিঝোড়া পেরিয়ে সেবকের কাছাকাছি চলে আসে। তখনই পাহাড়ের ওপর থেকে বড়বড় পাথরের চাঁই গড়িয়ে পড়তে দেখেন গাড়ির চালক। তড়িঘড়ি গাড়ি থামিয়ে তিনি ও যাত্রীরা নেমে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

মুহূর্তে পাথরের বড় বড় চাই পড়ে গাড়ির উপর। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেবক ফাঁড়ির পুলিশ। ধসের কারণে জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় সম্পূর্ণ যানচলাচল। প্রশাসনের তরফএ নোটিশ দিয়ে জানান হয়েছে, রাস্তাটি ৪ তারিখ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।

 

রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন শিলিগুড়ি-সিকিম, কালিম্পং-শিলিগুড়ির মধ্যে চলাচলকারীরা। একের পর এক বোল্ডার পড়তে থাকায় ওই রাস্তায় যানজটে আটকে পড়েন প্রচুর মানুষ। বর্ষা শুরু হতেই উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে সমুহ বিপদ দেখছে প্রশাসনও।

 

About The Author