উড়ে গেল গাড়ির ছাদ! মারাত্মক দুর্ঘটনায় BSF জওয়ানের মৃ-ত্যু, জখম ৪ জওয়ান

কোচবিহার: বিএসএফ-র বোলেরো গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ! মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বিএসএফ জওয়ানের। গুরুতর যখম চারজন। বুধবার রাতে কোচবিহার-আলিপুরদুয়ার সড়কের কাকরিবাড়ি ওভারব্রিজ এলাকায় অঘটন ঘটল। উড়ে গেল আধিকারিকের গাড়ির ছাদ।

ঘটনার পর বিকট শব্দ পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে একজনকে মৃত বলে ঘোষণা করে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন বিএসএফের চিকিৎসক; যার অবস্থা গুরুতর! তাকে ইতিমধ্যে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

মৃত বিএসএফ জওয়ানের নাম হরিওম প্রকাশ। সূত্রের খবর, এর মধ্যে বিএসএফ-র একজন চিকিৎসক সহ দু’জন গুরুতর আহত রয়েছে। এরা প্রত্যেকেই ধুবরী বিএসএফ-র ৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান। এরা কোচবিহার গোপালপুর সেক্টরে বিশেষ কাজে এসেছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে।

About The Author