Rajganj: ঘরে ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ব্যক্তির

অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। রবিবার গভীর রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারে বলে দাবি পরিবারের। রাজগঞ্জের আমবাড়ি চেউলিবাড়ী এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় রায় (৩২)। তিনি ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতেন।

রবিবার রাতে ঠিকাদারের বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক বাড়ি থেকে বেড়িয়েছিলেন। রাত ৯টায় স্ত্রীকে ছেড়ে দিয়ে আবার ওই বাড়িতে যান। গভীর রাতে কাজ সেরে ঘরে ফিরছিলেন সঞ্জয়। বাড়ির কাছাকাছি এসেই এক ডাম্পারের ধাক্কা। তড়িঘড়ি উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয়দের অভিযোগ, এর আগেও এলাকায় ডাম্পারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছিল। গজলডোবা-ফুলবাড়ি ক্যানাল রোডে করোতোয়া সেতু বেশ কয়েক মাস ধরে বন্ধ থাকায় ভারী যানবাহন ঘুরে যাতায়াত করছে ওই রাস্তা দিয়ে। ফলে দিনরাত যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। দুর্ঘটনায় ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

About The Author