টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আরজেডি নেতা, লালুর বাড়ির সামনে রাস্তায় গড়াগড়ি!

বিহার বিধানসভা নির্বাচনের আগে আরজেডি-র অন্দরেই দেখা গেল নাটকীয় দৃশ্য। টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আরজেডি নেতা, লালুর বাড়ির সামনে রাস্তায় গড়াগড়ি!

মধুবন আসনে প্রার্থী হওয়ার আশায় ছিলেন দলের দীর্ঘদিনের নেতা মদন শাহ। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও টিকিট না পেয়ে রবিবার পটনায় লালুপ্রসাদ যাদবের বাসভবনের সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি।

প্রতিবাদে তিনি শুধু ধর্নায় বসেননি, রাস্তায় গড়াগড়িও খেলেন, নিজের কুর্তা ছিঁড়ে ফেলেন, এমনকি বলেন— “আমি মরতে এসেছি!”

মদনের অভিযোগ, দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব তাঁর কাছে টাকা চেয়েছিলেন। তিনি টাকা না দেওয়ায় তাঁকে প্রার্থী করা হয়নি। তাঁর কথায়, “দলের এখন টাকার খেলা চলছে। যে যত টাকা দেবে, সেই হবে প্রার্থী।”

তিনি আরও বলেন, “নব্বইয়ের দশক থেকে দল করছি। লালুজি নিজে বলেছিলেন, আমাকেই টিকিট দেওয়া হবে। এখন তেজস্বীর অহংকারে দল পথ হারাচ্ছে।” এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

About The Author