রিচা ঘোষকে বিরাট সম্মান! ৩৪ লক্ষ টাকা, বঙ্গভূষণ, DSP পদ ও সোনার ব্যাট-বল

কলকাতা, ৮ নভেম্বর: বাংলার ক্রিকেটার রিচা ঘোষকে একগুচ্ছ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করল রাজ্য সরকার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)।

শনিবার ইডেন গার্ডেন্সে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে দেওয়া হয় রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান ‘বঙ্গভূষণ’। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (DSP) পদে নিয়োগপত্র প্রদান করেন।

এদিন CAB-এর পক্ষ থেকে রিচাকে উপহার দেওয়া হয় সোনার ব্যাট ও বল, সঙ্গে ৩৪ লক্ষ টাকা নগদ পুরস্কার। রাজ্য সরকারের তরফে তাঁকে দেওয়া হয় একটি সোনার চেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি ও ঝুলন গোস্বামী।

মুখ্যমন্ত্রী বলেন, “রিচা শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তাঁর সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” CAB-এর সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানান, বাংলার মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে রিচার অবদান অনস্বীকার্য।

ইডেন গার্ডেন্সে হাজারো দর্শকের করতালির মধ্যে রিচা ঘোষ মঞ্চে উঠে সম্মাননা গ্রহণ করেন। তিনি বলেন, “এই ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলল। বাংলার হয়ে আরও বড় সাফল্য এনে দিতে চাই।”

About The Author