DSP Richa Ghosh: বিশ্বকাপ জয়ের কান্ডারিকে স্যালুট পশ্চিমবঙ্গ পুলিশের

বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি রিচা ঘোষকে রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ইডেন গার্ডেন্সে সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে নিয়োগপত্র পেলেন রিচা।

রাজ্য সরকার তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদে নিয়োগ করেছে। শনিবার ইডেন গার্ডেন্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন।

এই অনুষ্ঠানে রিচাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর কর্তারা। তাঁকে বঙ্গভূষণ পুরস্কার, ট্রফি এবং সোনার চেনও প্রদান করা হয়। সিএবি-র পক্ষ থেকে রিচাকে দেওয়া হয় সোনার ব্যাট ও বল, সঙ্গে ৩৪ লক্ষ টাকার চেক—ফাইনালে তাঁর ৩৪ রানের ইনিংসের প্রতীকী স্বীকৃতি হিসেবে।

রিচার এই সাফল্যে গর্বিত পরিবারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাবা-মায়ের চোখে আনন্দের ঝিলিক স্পষ্ট ছিল। ক্রিকেটার নিজেও জানিয়েছেন, এই সম্মান তাঁকে আরও অনুপ্রাণিত করবে দেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে।

ইডেনের আলো ঝলমলে মঞ্চে রিচার সম্মাননা অনুষ্ঠান ঘিরে দর্শক ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। বিশ্বকাপজয়ী এই বাঙালি কন্যার নতুন অধ্যায়ে রাজ্যবাসীও গর্বিত।

About The Author