RGKar: ফের আরজি কর! আবারও এক ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যু!

আরজি কর হাসপাতালে ফের এক ছাত্রীর রহস্যমৃত্যু! নিজের ঘর থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২০ বছরের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হল।

প্রাথমিক সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার কামারহাটিতে মায়ের ইএসআই হাসপাতালের কোয়ার্টারে থাকতেন আরজি কর মেডিক্যাল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সেই কোয়ার্টার থেকেই শুক্রবার রাতে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুুলিশের অনুমান, ডিপ্রেশন বা অবসাদে ভুগছিলেন তরুণী। তার জেরে আত্মহত্যা করতে পারেন। যদিও তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। সেই পরিস্থিতিতে যাবতীয় দিক খতিয়ে দেখা হচ্ছে। অস্বাাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্ত করছে পুলিশ।

ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, যুবতীর মা চিকিৎসক। বাবা মুম্বইয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তা।

শুক্রবার ইএসআই হাসপাতালের কোয়ার্টারে নিজের ঘরে একা ছিলেন যুবতী। তাঁকে বারবার ফোন করছিলেন মা। কিন্তু ফোন ধরেননি যুবতী। মেলেনি কোনও সাড়াশব্দ। সেই পরিস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢোকেন মা। মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে যান মেয়েকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

About The Author