নয়াদিল্লি: বিপণি সংস্থাগুলি আর প্রকাশ্যে ক্রেতাদের মোবাইল নম্বর চাইতে পারবে না—এমনই কড়াকড়ি আনতে চলেছে কেন্দ্র। ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট’ কার্যকর হলে, বিল কাউন্টারে মৌখিকভাবে নম্বর চাওয়া বেআইনি বলে গণ্য হবে।
বর্তমানে শপিং মল বা ওষুধের দোকানে অনলাইন রশিদ বা ‘লয়্যাল্টি পয়েন্ট’-এর জন্য ক্রেতাদের থেকে নম্বর চাওয়া হয়। কিন্তু এই পদ্ধতিতে আশপাশের লোকজনও ব্যক্তিগত তথ্য শুনে ফেলেন, যা গোপনীয়তার পরিপন্থী। নতুন আইনে বলা হয়েছে, নম্বর না-দিলেও পরিষেবা দিতে হবে। বিকল্প হিসেবে ইমেল আইডি বা কি-প্যাডে নম্বর দেওয়ার ব্যবস্থা করতে হবে।
আইন বিশেষজ্ঞ এস চন্দ্রশেখর জানিয়েছেন, তথ্য নেওয়ার কারণ, মেয়াদ ও মুছে ফেলার সময় জানানো বাধ্যতামূলক। সম্মতি ছাড়া কোনও তথ্য নেওয়া যাবে না। ২০২৩ সালে সংসদে পাশ হওয়া এই বিল এখন কার্যকরের পথে, বিধিতে কোনও বদল আসছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সূত্র।