পাহাড় বানাও প্রতিযোগিতা ২০২১: পুরস্কার পেলেন কারা?

রাজগঞ্জের বিবেকানন্দ চ্যারিটেবল ইউনিট পরিচালিত পাহাড় বানাও প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হল শুক্রবার। বিকেল ৪টায় রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাহাড় বানাও প্রতিযোগিতার কীর্তিমানদের পুরস্কার দেওয়া হল। পুরস্কৃতদের তালিকা নিচে দেওয়া হল:

  প্রথম ছ’য়ে

  প্রথম  : সাকিরাজোত, উজ্জ্বল ব্যাপারী

  দ্বিতীয়  : কালিনগর, তাপস মণ্ডল

  তৃতীয়  : স্কুলপাড়া, দ্বীপজয় সরকার

  চতুর্থ  : জুরানপাড়া, জয় বিশ্বাস

  পঞ্চম  : ফাটাপুকুর, বিশ্বজিৎ মণ্ডল

  ষষ্ঠ  : দক্ষিণ সন্ন্যাসীপাড়া, তাপস দে

  সেরা প্রতিভা

  সপ্তম   : সাকিরাজোত, দেবাশিষ বিশ্বাস

  অষ্টম   : সাকিরাজোত, জীৎ বিশ্বাস

  বিশেষ পুরস্কার

  নবম   : ফাটাপুকুর, হিমাদ্রী চৌধুরী

  সান্ত্বনা পুরস্কার

  দশম   : সাহাপাড়া, সবুজ সিং রায়

  একাদশ  : স্কুলপাড়া, সৌম্যদীপ দাস

উদ্যোক্তাদের তরফে দিপঙ্কর দে জানান, ২০০৯ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। এখনও সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাচ্চাদের সৃজনশীল মনোভাবকে উৎসাহ দিতে তারা এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। রাজগঞ্জের বিবেকানন্দ চ্যারিটেবল ইউনিটের তরফে প্রতিবারের মতই এবছরও পাহাড় বানাও প্রতিযোগিতায় সামিল হয়েছিল রাজগঞ্জ, ফাটাপুকুর এবং তার পার্শ্ববর্তী এলাকার শিশু-কিশোরেরা। কালীপূজার আগের দিন সন্ধ্যায় পাহাড় পরিদর্শনে বের হন বিচারকেরা।

About The Author