মাইক-ক্যাফে বন্ধ! মাধ্যমিক পরীক্ষার আগে জরুরী নির্দেশিকা পুলিশের

হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। জরুরী গাইডলাইনও জারি করেছে নবান্ন। ইতিমধ্যেই রাজগঞ্জ পুলিশের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে ‘বিশেষ’ ঘোষণা।

পুলিশের তরফে বলা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা শুরুর ৭২ ঘণ্টা আগে থেকে কোনওরকম মাইক বাজানো বা মাইক সরবরাহ করা যাবেনা। পরীক্ষা চলাকালীন স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র থেকে ২০০ মিটার দূরত্বের মধ্যে জেরক্স, সাইবার ক্যাফে এবং কম্পিউটার বা অনলাইন কাজের দোকান বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে শনিবার থেকেই শিবরাত্রি উপলক্ষে নানান জায়গায় মেলা শুরু হয়েছে বাছে মাইক। এর মধ্যেই রাজগঞ্জ থানার পক্ষ থেকেও এবং পুলিশ ফাঁড়ির পক্ষ থেকেও রাজগঞ্জ ও বেলাকোবার বিভিন্ন জায়গায় পুলিশ ভ্যানে মাইকিং করতে দেখা গেল।

নবান্ন থেকে ১৯ দফার গাইডলাইন পাঠানো হয়েছে জেলায় জেলায়। পরীক্ষা চলাকালীন স্পর্শকাতর অঞ্চলগুলিতে পরিদর্শন করতে হবে জেলাশাসক, বিডিও, এসডিও পর্যায়ের আধিকারিকদের। প্রয়োজনে ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হতে পারে। পরীক্ষা চলাকালীন থাকবে পুলিশি নিরাপত্তা। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা যাতে কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে না পারে সেদিকে পুলিশ নজরদারি করবে। পরীক্ষার দিনগুলিতে রাস্তায় যাতে যানজট তৈরি না হয় সেব্যাপারেও পুলিশের নজরদারি চলবে।

About The Author