ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন। অবশেষে প্রায় ১১দিন পর ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর (Christian Atsu) মৃতদেহ উদ্ধার হল। তুরস্কে আতসুর বাড়ির ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে তাঁর মৃতদেহ। ৩১ বছর বয়সী ঘানার এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট।
আতসু খেলতেন তুরস্কের সুপার লিগের ক্লাব হাতায়স্পরে। ২০২২ সালে যোগ দিয়েছিলেন এই ক্লাবে। থাকতেন দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশের একটি ১২ তলা আবাসনে। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের তাঁর আবাসনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে ১১দিন পর ধ্বংসাবশেষের নিচ থেকে আতসুর নিথর দেহ উদ্ধার হল।
আতসুর মৃত্যুর খবর জানিয়ে তাঁর এজেন্ট মুরাত উজ়ুনমেহমেত বলেছেন, ‘ধ্বংসস্তূপের নীচ থেকে আতসুর প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর জিনিসপত্র উদ্ধারের কাজ চলছে।’ ৩১ বছরের এই ফুটবলার চেলসি এবং নিউক্যাসেল ইউনাইটেডের (Newcastle United FC) হয়েও খেলেছেন। নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন। ফুটবলারের মৃত্যুর খবর জানাজানি হতেই বিশ্বজুড়ে ফুটবল মহলে শোকের ছায়া।
We are profoundly saddened to learn that Christian Atsu has tragically lost his life in Turkey's devastating earthquakes.
A talented player and a special person, he will always be fondly remembered by our players, staff and supporters.
Rest in peace, Christian. 🖤🤍
— Newcastle United FC (@NUFC) February 18, 2023
নিউক্যাসেল ইউনাইটেডের তরফে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, ‘আমাদের প্রাক্তন খেলোয়াড় আতসুর দুরভাগ্যজনক মৃত্যুর খবরে আমরা শোকাহত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং একজন ভালো মানুষ হিসেবে আমাদের স্টাফ এবং সমর্থকেরা সবসময়ের জন্য তাঁকে স্মরণ করবেন।’