পুরসভায় রদবদল, আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ জেলা কংগ্রেস মহলে

জলপাইগুড়ি: করোনা আবহেই নতুন করে বিতর্ক তৈরি হল জলপাইগুড়ির মেয়াদউর্ত্তীর্ণ পুরসভা নিয়ে। মোহন বসুর জায়গায় কেন পাপিয়া পালকে প্রশাসক হিসেবে বসানো হল তা নিয়ে চলছে ঠান্ডাযুদ্ধ। এর মধ্যেই কংগ্রেস কাউন্সিলরদের আমন্ত্রণ না জানিয়ে পুরবোর্ডে এই রদবদল হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে কংগ্রেস মহলে। সোমবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সন্মান জানানো হল কংগ্রেস কাউন্সিলরদের। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, প্রলোভনে না গিয়ে তাঁরা ৫ বছর ধরে জলপাইগুড়ি শহরে কংগ্রেস কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তাদের সম্মান জানানো হল। এর পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে, জলপাইগুড়ি পুরসভায় রদবদল হলেও কোনও কংগ্রেস কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়নি। ‘এভাবে গনতন্ত্রকে হত্যা করা হচ্ছে।’ বিরোধী কাউন্সিলরদের সরিয়ে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা রয়েছে বলে আশঙ্কা করছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁরা সাফ জানালেন, ‘ এ বিষয়ে আমরা কোনওরকম সহযোগিতা করবো না। অবিচার হলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। এর পাশাপাশি আগামী ৭ দিন পরই কলকাতা হাইকোর্টে মামলা করবে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। ‘