কলকাতা: উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা বাতিল করা হল। শুক্রবার একথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল। অন্য বোর্ড ও সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেই পরীক্ষা বাতিল করা হল। তবে কিভাবে পরীক্ষার মূল্যায়ন করা হবে, তা পরে জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা কীভাবে হবে, তা ইউজিসি সিদ্ধান্ত নেবে বলেই জানান তিনি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল কবে বের হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পার্থবাবু বলেন, এ বিষয়ে কয়েকদিন পরে জানানো হবে। তবে ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, সিবিএসই ও আইসিএসএই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।