কলকাতার শহিদ মিনার দেখা যাবে রাজগঞ্জের কালীপুজোয়

করোনা সংকটে রাজগঞ্জ ব্লকজুড়ে পুজোর উদ্যোগে ভাটা পড়েছিল গতবছর। তবে আগের পরিস্থিতি সামলে নিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে মরিয়া এলাকার পুজো উদ্যোক্তারা। কালীপুজোয় রাজগঞ্জ ব্লকে অন্যতম সেরা পুজো হয় ফাটাপুকুর কিশোর সংঘে। এবারে কলকাতার শহীদ মিনারের আদলে পুজো মণ্ডপ তৈরি করে নজর কাড়তে চলেছে ফাটাপুকুর কিশোর সংঘ ক্লাব। মণ্ডপের উচ্চতা হবে প্রায় ৮০ ফুট। গত কয়েক বছর ধরেই বাহারি আলো এবং থিমে দর্শনার্থীদের চমকে দেবার প্রতিযোগিতায় নেমেছে ফাটাপুকুরের এই পুজো।

বরাবরই রাজগঞ্জ ব্লকের অন্যতম উল্লেখযোগ্য কালীপুজো হিসেবে উঠে আসে ফাটাপুকুর কিশোর সংঘ ক্লাব ও পাঠাগারের নাম। এবারে তাদের ২৭ তম বর্ষ। করোনা আবহে গেল বছর ব্লক জুড়েই কালী পুজোর আয়োজনে ভাটা পড়েছিল। অচলাবস্থা সামলে এবারে শহিদ মিনারের আদলে মণ্ডপ তৈরি করাচ্ছেন উদ্যোক্তারা। করোনা সক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে, পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে আমজনতার জন্য মাস্ক বিলি করা হবে পুজোর দিনগুলিতে। ক্লাবের পক্ষ থেকে একথা জানালেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শুভঙ্কর ঘোষ। পুজোর আয়োজকদের মধ্যে রয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান, তৃণমূল নেতা লক্ষ্যমোহন রায় সহ রয়েছেন আরও তাবড় তাবড় মুখ। স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনের সহযোগিতায় সেজে উঠছে কিশোর সংঘের এবারের কালী পুজো।

About The Author