Delhi Bomb Blast: লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯, আহত ২৪, হাই অ্যালার্ট জারি

নয়াদিল্লি: লালকেল্লার সামনে বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর খবর। আহত ২৪ জন। ঘটনার পরই আতঙ্কিত দিল্লি। দিল্লির পাশাপাশি ‘হাই অ্যালার্ট‌’ জারি মুম্বই, উত্তরপ্রদেশেও।

সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর কাছে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরও কয়েকটি গাড়িতে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একসঙ্গে দু’টি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতায় মেট্রো স্টেশনের প্রবেশদ্বারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিন থেকে চারটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানা গিয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ দ্রুত এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়, তবে দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর লালকেল্লা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেট্রো পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রের সামনে এমন ভয়াবহ বিস্ফোরণ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ঘটনায় দিল্লি ছাড়াও মুম্বই, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সতর্কতা জারি করা হয়েছে।

About The Author