চিনে পৌঁছেই লাল গালিচার অভ্যর্থনা পেলেন মোদী। SCO সম্মেলনে শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠকের অপেক্ষা।
সাত বছরের ব্যবধানে প্রথমবারের মতো চিনে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দিতে পৌঁছানোর পর তাঁকে দেওয়া হয় লাল গালিচার অভ্যর্থনা।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফর, যার গুরুত্ব বেড়েছে সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র ট্যারিফ দ্বন্দ্বের প্রেক্ষিতে। মোদী ও শি-র বৈঠকে আলোচনায় আসবে ভারত–চিন অর্থনৈতিক সম্পর্ক, সীমান্ত উত্তেজনার পরবর্তী ধাপ, এবং আঞ্চলিক স্থিতিশীলতা।
তিয়ানজিনে ভারতীয় কমিউনিটির সদস্যরাও মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। SCO সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনসহ ২০টি দেশের নেতারা অংশ নিচ্ছেন, যা এই ব্লকের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন বলে মনে করা হচ্ছে।