Rajganj: মাঝরাতে উধাও হয়েছিল ট্রাক, সিমেন্ট চুরির কিনারা করল পুলিশ

রাজগঞ্জের একটি সিমেন্ট কারখানার পার্কিং থেকে মাঝরাতে উধাও হয়ে গিয়েছিল সিমেন্ট ভর্তি ট্রাক। সেই চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। ওই কারখানার কিছু দুরেই একটি বাড়ির পেছনের ঝোপ থেকে উদ্ধার হল শতাধিক সিমেন্টের বস্তা। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১২৭ ব্যাগ সিমেন্ট।

ক’দিন আগেই রাজগঞ্জের করতোয়া এলাকায় সিমেন্ট কারখানার পার্কিং থেকে মধ্যরাতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উধাও হয়ে গিয়েছিল। চুরি গিয়েছিল ৩০০ ব্যাগ সিমেন্ট। সেই ঘটনার তদন্তে নেমে ন’দিনের মাথায় দু’জনকে গ্রেপ্তা‌র করে রিমান্ডে নিল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অরুপ রায় এবং মোঃ মজিদুল। কারখানা থেকে কিছুটা দূরে ভুটকির মগরসুব্বা এলাকার বাসিন্দা মুকুল হোসেনের বাড়ির পেছন থেকে সিমেন্টের বস্তাগুলি উদ্ধার করা গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে চুরি যাওয়া বাকি সিমেন্ট বস্তাগুলির কি হল তাও খতিয়ে দেখছে পুলিশ।

বাদলাগছ মগরসুব্বা এলাকায় একটি বাড়ির পেছনে ঝোপের মধ্যে লুকানো ছিল সিমেন্টের বস্তাগুলি। ধৃত দু’জনকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে সন্দেহ। তাদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই বাকিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

About The Author