দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়েছে ভারত। এক দিনে নতুন করে দেশে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৬,৭৮৬। মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। সুস্থ হয়েছেন ২,১৯,৮৩৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,২৪,৩২৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৬,১০,৪৮১। মৃত্যু হয়েছে ১,৮৯,৫৪৪ জনের। সুস্থ হয়েছেন ১,৩৮,৬৭,৯৯৭ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২৫,৫২,৯৪০। এর মধ্যে দিল্লিতেই নতুন করে আক্রান্ত ২৪ হাজার ৩৩১ জন। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এক দিনে সেখানে ৩৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে জনবসতিপূর্ণ এলাকার পাশে জ্বলন্ত গণ চিতার ছবিটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, শুধু শ্মশানই নয়, রাজধানীর কবরস্থানগুলির অবস্থাও এক। মরদেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে করোনায় মৃতদের পরিবারকে।