2000 Rupee Note: বন্ধ হচ্ছে দু’হাজারি নোট, ব্যাঙ্কে ফেরত দিন এই সময়ের মধ্যে …

এবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছে আরবিআই। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারকারীদের ব্যাঙ্কেও জমা করতে বলে দেওয়া হয়েছে। জানানো হয়েছে দু’হাজার টাকার নোট আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে।

২০১৬ সালে ৫০০ এবং এক হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। ৭ বছরের মাথায় এবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই ২০১৮-১৯ সালে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। এবার তড়িঘড়ি দু’হাজার টাকার নোট ফেরানর নির্দেশ দেওয়া হল কার্যত।


About The Author