কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ ১৩ জনের দেহ নিয়ে আসা হচ্ছে দিল্লিতে। বৃহস্পতিবার দুপুরে তামিলনাড়ু সুলুর এয়ারবেসে নিয়ে আসার পথে প্রয়াতদের দেহ রাখা অ্যাম্বুলেন্সে পুষ্পবৃষ্টি করে শ্রদ্ধা জানালেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যায় দিল্লিতে নিয়ে আসা হবে দেহগুলি। বৃহস্পতিবার তামিলনাড়ু ছাড়ার আগে মিলিটারি বেস ক্যাম্পে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।
#WATCH | Tamil Nadu: Locals shower flower petals as ambulances carrying the mortal remains of CDS Bipin Rawat, his wife and other personnel who died in the Coonoor Helicopter Crash, leave for Sulur airbase from Madras Regimental Centre in Nilgiris district pic.twitter.com/dWhw9kG3l9
— ANI (@ANI) December 9, 2021
বুধবার তামিলনাড়ুর কুন্নুর চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জনের। বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় তদন্তকারীদের একটি দল। দুর্ঘটনাস্থল থেকে একটি ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। কপ্টার দুর্ঘটনার ঠিক আগে কি ঘটেছিল তা জানতে ব্ল্যাকবক্স অনুসন্ধান করবেন তদন্তকারী দল।
With a heavy heart, I paid my salutes and last respects, on behalf of the people of Tamil Nadu, to the mortal remains of our CDS Gen #BipinRawat, Mrs Madhulika Rawat and other selfless defence personnel who lost their lives in the #HelicopterCrash, while in service of the nation. pic.twitter.com/KRsdvruig4
— M.K.Stalin (@mkstalin) December 9, 2021
ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাক-মুহূর্তের ভিডিও সামনে এসেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া এই ভিডিওয় দেখা যাচ্ছে দুর্গম পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়দের কয়েকজন। এই দুর্ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কিভাবে পুরো তদন্ত চলবে এ নিয়ে রাজ্যসভায় বিবৃতি পেশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি বায়ুসেনার তরফে তিন বাহিনীকে চপার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
উল্লেখ্য, বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে দুর্গম পাহাড়ি এলাকায় কপ্টার ভেঙে পড়ে এবং অগ্নিকান্ডে ১৩ জনের মৃত্যু হয়। সেখানে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী এবং আরও ১১ জন জওয়ান। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ১৩ জনের দেহ দিল্লিতে নিয়ে আসা হবে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিলিটারি সম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে তাদের।