প্লেটে সাজানো রয়েছে নানা রকম খাবার! “এ যেন ভাঙন পরিদর্শনের নামে নদীর মাঝেই পিকনিক!” নেতা-মন্ত্রীদের ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন বিরোধীদের।
মালদা: ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে লঞ্চে বসে খানাপিনা—মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের ভাইরাল ভিডিও ঘিরে বিরোধীদের কটাক্ষ, “এ যেন নদীর মাঝেই পিকনিক!” ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, “দেখে চলে যান, কাজের কাজ কিছুই হয় না।”
নদী ভাঙনের ভয়াবহতা পরিদর্শনে গিয়ে লঞ্চে বসে খানাপিনা—আর তাতেই তুঙ্গে বিতর্ক। শনিবার মালদার মানিকচক ও রতুয়া ব্লকের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী সুজিত বোস। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, বিধায়করা এবং তৃণমূল নেতৃত্ব।
গঙ্গার মাঝখানে লঞ্চে বসে পরিস্থিতি পর্যবেক্ষণের সময় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানা রকম খাবার। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক তরজা। বিরোধীদের কটাক্ষ, “এ যেন ভাঙন নয়, নদীর মাঝেই পিকনিক!” অভিযোগ, পরিদর্শনের নামে নেতা-মন্ত্রীদের ‘পিকনিক মেজাজে’ নদীতে ঘোরা।
এই সফরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রতুয়ার বিধায়ক সমর মুখার্জী, মালতীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
তবে এই পরিদর্শন ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে ভাঙন বিধ্বস্ত বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, “প্রতিবারই নেতা-মন্ত্রী এসে শুধু ঘুরে দেখে চলে যান। কাজের কাজ কিছুই হয় না। শুধু পিকনিকের মতো করে খানাপিনা করে চলে যান। অথচ ভাঙন প্রতিরোধে কোনও স্থায়ী উদ্যোগ নেই।”
এই ভাইরাল ভিডিওকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। জনদুর্ভোগের মাঝে এমন ‘আনন্দঘন’ পরিদর্শন কতটা সংবেদনশীল, তা নিয়েই উঠছে প্রশ্ন।