রাজগঞ্জ: এবার ভারতের হয়ে ডিউবল খেলতে বাংলাদেশের ঢাকায় পারি দিল বেলাকোবার যুবক। রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলে প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রতন রায় দেশের হয়ে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ডিউবল খেলতে যাচ্ছে।
পশ্চিমবঙ্গ থেকে রতন রায় ছাড়াও এই খেলায় অন্যান্য রাজ্য থেকে সিলেক্ট হওয়া খেলোয়াড়রা অংশ নেবেন। এর আগে জাতীয় স্তরে মহারাষ্ট্রের নাগপুরে খেলতে গিয়েছিলেন। সেই খেলায় রানার্স হওয়ার পর এবার আন্তর্জাতিক খেলার সুযোগ এসেছে। মঙ্গলবার বিকেলে বেলাকোবা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হল রতন। চলতি মাসের ২৪ থেকে ২৬ তারিখ বাংলাদেশের ঢাকায় এই খেলা অনুষ্ঠিত হবে। সেখানে দেশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে রতন। জয়ের ব্যাপারেও আশাবাদী রতন। সাধারন ঘর থেকে উঠে আসা যুবকের কপালে জোটেনি কোনও সরকারি সাহায্য, সেই আক্ষেপের সুরও শোনা গেল রতনের গলায়।