মহাকুম্ভে স্নানে গিয়ে নিখোঁজ রাজগঞ্জের এক বৃদ্ধা, দুশ্চিন্তায় কান্না পরিবারের

জলপাইগুড়ি: মহাকুম্ভে বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ জলপাইগুড়ির রাজগঞ্জের এক বৃদ্ধা। স্নান করতে গিয়ে নিখোঁজ শিকারপুর অঞ্চলের শিকারপুর চা বাগানের হাটখোলা লাইনের নিবাসী রেসমেইত মেহের (৫৫)।

পরিবার সুত্রে জানা গেল, গত ২৭ তারিখে স্বামী শ্যাম মেহেরের সাথে মহিলা মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজে গিয়েছিলেন। বুধবার ভোররাতে স্নান করতে গিয়ে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। যদিও মহিলার স্বামী এবং বাকি সঙ্গী-সাথীরা প্রত্যেকেই বাড়ির পথে রওনা হয়েছেন।

সোমবার প্রতিবেশীদের কয়েকজনের সাথে স্বামী-স্ত্রী মহাকুম্ভে রওনা দেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। মঙ্গলবারই সেখানে পৌঁছান। এদিন, বুধবার ভোরে স্নান করতে নেমেছিলেন। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

মিঠু রায় নামে ওই বাড়ির গৃহবধূ জানাল, শাশুড়ি মায়ের নিখোঁজের খবর পেয়ে তীব্র দুশ্চিন্তায় রয়েছি। তিনি জানান, কুম্ভ মেলা থেকে অনান‍্যরা রওনা দিয়েছে, বাড়ি এসে ফের প্রয়োগরাজে যাবে। প্রশাসনের কাছে এই বিষয়ে সাহায্য প্রার্থনাও করেছেন। কিন্তু কেউ খোঁজ দিতে পারছেন না। কুম্ভ স্নানে গিয়ে পদপিষ্টের ঘটনার শিকার হয়েছে এই মহিলা বলে পরিবারের আশঙ্কা। 

About The Author