কলকাতা: মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন ডোমজুড়ের বিধায়ক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন রাজীব। তাতে ইস্তফার কোনও কারণ ব্যাখ্যা করেননি। তবে আপাতত তৃণমূল ছাড়লেন না রাজীব বন্দ্যোপাধ্যায়।শুধুমাত্র তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারার সুযোগ পেয়ে অত্যন্ত গর্ব বোধ করেছেন। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশও করেছেন। তবে ফেসবুক পোস্টে রাজীব বলেন, ‘আমার আশা, যতটা সম্ভব, আগামিদিনেও প্রত্যেক মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। যেটা আমার রাজনীতিতে যোগ দেওয়ার একমাত্র কারণ।’ আসছে কয়েকদিনের মধ্যে তৃণমূলের সদস্যপদও ছেড়ে দিতে পারেন রাজীব। তারপর বিজেপিতে যোগ দিতে পারেন বলে একটি অংশের দাবি। রাজীব গেরুয়া শিবিরে যাচ্ছেন কিনা, তা নিয়ে স্পষ্টভাবে কিছু না জানালেও বিজেপি সাংসদ অর্জুন সিং জানান, রাজীবকে স্বাগত জানাবে ভারতীয় জনতা পার্টি। রাজীব বিজেপিতে যোগ দিলে ভালো হবে। রাজীবেরও বিজেপিকে দরকার আছে। বিজেপিরও রাজীবের প্রয়োজন আছে।