Rajganj: রাস্তার পাশে উল্টে গেল লবণ বোঝাই লরি

রাজগঞ্জের বলাইগছ পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়কের পাশে উল্টে গেল পণ্যবোঝাই লরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে হালকা বৃষ্টি হচ্ছিল। সেই সময় জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায় গাড়িটি। প্রায় ৬০০ বস্তা লবন ছিল লরিতে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, গাড়িটি বিহার থেকে মাদারিহাটের উদ্দেশে যাচ্ছিল। এই ঘটনায় গাড়িচালক সামান্য আহত হয়। তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সকালে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ।

About The Author