Rajganj: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

সাতসকালে বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল রাজগঞ্জের ভুটকির হাট এলাকায়। যুবকের মা ঘুম থেকে উঠে একটি ফাঁকা ঘরে ছেলের দেহ ঝুলছে দেখেন। মায়ের চিৎকার শুনে পরিবার ও প্রতিবেশীরা ছুটে এসে ওই ঘটনা দেখে থ হয়ে যান। পরিবারে কোনও অশান্তি ছিলনা। রাতেও পরিবারের কেউ কিছু টের পাননি। কি থেকে কি হল বুঝে উঠতে পারছেন না কেউ। রাজগঞ্জের ভুটকির হাটের ঘটনায় এলাকায় শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজু দাস, বয়স ২৩ বছর। শংকর দাসের ছেলে রাজু মোবাইলের দোকান চালাতেন। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে আসে রাজু। খাওয়া দাওয়া করে দাদার সঙ্গে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

About The Author