Rajganj: ভোটের মুখে ক্যাম্প করে আবাসের ফর্ম ফিলাপ, বিতর্কে তৃণমূল

ভোটের মুখে তৃণমূলের উদ্যোগে ক্যাম্প বসিয়ে আবাস যোজনার ফরম ফিলাপ চলছে রাজগঞ্জের পানিকাউরিতে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির। ক্যাম্পে তৃণমূল নেতারা জানালেন, দিদির বিশেষ নির্দেশ রয়েছে আবাসের ফর্ম পূরণের জন্য। প্রশ্ন উঠছে, ভোটের মধ্যে তৃণমূলের এমন ক্যাম্প কি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করছে না?

রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের প্রধান পাপিয়া সরকারও এই কর্মযজ্ঞে সামিল। তিনি বলেন, গরীব মানুষের কাজ হচ্ছে আর ভোট প্রচারও হচ্ছে। কেন্দ্র তো টাকা দিচ্ছে না!

তৃণমূল নেতা আফসার আলী বলেন, এলাকায় অনেক দরিদ্র সীমার নিচে লোক বাস করে তাদের ঘর লিস্ট করা হচ্ছে সরকারি নিয়ম মেনে। রাজ্য সরকার ঘরের টাকা তুলে দিবে সাধারণ মানুষের হাতে, সেই কারণে ফর্ম‌ ফিলাপ করানো হচ্ছে। লাইনে দাঁড়ানো গ্রামবাসীদের কয়েকজন জানালেন, আধার কার্ড নিয়ে আসতে বলেছিল তাই নিয়ে এসেছি। ঘরের টাকা দেবে বলে, তাই ফর্ম ফিলাপ করাচ্ছি‌। এই নিয়ে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করবে বলে জানাল। বিজেপি নেতা নিতাই মণ্ডল বলেন, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে এই ধরনের কাজ করা যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেস টেবিল পেতে যোজনার ঘরের জন্য ফরম ফিলাপ করা হচ্ছে।

About The Author