Rajganj: আবারও বালিবোঝাই ডাম্পার আটক, হুঁশিয়ারি দিলেন বিডিও

রাজগঞ্জ: আবারও বালিবোঝাই ডাম্পার আটক করলেন রাজগঞ্জের বিডিও এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। বিডিওর হুঁশিয়ারি, কাগজ ছাড়া কোনও ডাম্পার রাস্তায় চলবে না।

শুক্রবার রাজগঞ্জের মনুয়াগঞ্জে রাজ্য সড়কে তিনটি ডাম্পার আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা গেল, অবৈধভাবে রাস্তায় চলছিল গাড়িগুলি। রাজস্ব ফাঁকি দিয়ে বালি বোঝাই করা হচ্ছে বলে খবর ছিল। সেই মতো গাড়িগুলিকে আটক করা হয়েছে যদি গাড়ির মালিক কাগজ দেখাতে পারেন তবে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।

শুক্রবার সকালে ভূমিদপ্তরের অধিকারিকরা রাজ্য সড়কে অভিযান চালিয়ে বালি ভর্তি ৩টি ডাম্পার আটক করে। খবর পেয়ে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। মূলত বালি পরিবহণের বৈধ অনুমতি যাচাই করতে এবং ওভারলোড রয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই অভিযান চলে। কাগজপত্রে অসঙ্গতি থাকায় অবৈধ ভাবে বালি তোলার অভিযোগে ওই ডাম্পারগুলি সিজ করে প্রশাসন। এদিকে, ডাম্পার চালকদের একাংশের অভিযোগ, অনলাইনে রয়্যালটি জমা করার প্রক্রিয়া বন্ধ রয়েছে। বাধ্য হয়ে অসৎ উপায়ে গাড়ি চালাতে হচ্ছে। তাদের দাবি সরকার যদি এই বিষয়ে সু বন্দোবস্ত করে তাহলে তারাও নিয়ম মেনেই কাজ করবেন।

About The Author