Rajganj: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

সাত সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের ভুটকিহাট এলাকায়।

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে একটি ঠেলাগাড়ির নিচ থেকে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। আপাতদৃষ্টিতে ওই ব্যক্তিকে দেখে ভবঘুরে বলেই মনে হচ্ছে।

স্থানীয়দের দাবি, ক’দিন ধরে ওই জায়গাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন ব্যক্তি। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি তবে শিলিগুড়ির বাসিন্দা বলে ধারণা অনেকের।

ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে।

 

 

About The Author